শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল

প্রতিনিধির / ৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল
মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল

মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িকভাবে বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয়, টিকিট অফিসে যোগাযোগ করতে।অভিযোগ উঠেছে, ‘যান্ত্রিক জটিলতার’ কারণে সকালে স্টেশনের দ্বিতীয় তলার প্রধান ফটকও খুলেছে আধা ঘণ্টা দেরিতে।

যাত্রীরা বলেন, টিকেটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকেট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগলো না। লেটেও ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা।আগারগাঁওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে তিনটি এবং উত্তর প্রান্তে তিনটি অটোমেটেড টিকেট মেশিন রয়েছে। এগুলোর পাশেই রয়েছে একটি করে কাউন্টার। সেখানে লাইনে দাঁড়িয়ে হাতে হাতে টিকেট কেনা যায়। মেশিন কাজ না করায় ভিড় লেগে গেছে সেই কাউন্টারে।

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরী ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। আশা করছি, দ্রুতই ঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ