বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

চীনকে অবশ্যই তথ্য শেয়ার করতে হবে : ডব্লিউএইচও

প্রতিনিধির / ৩৩২ বার
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
চীনকে অবশ্যই তথ্য শেয়ার করতে হবে : ডব্লিউএইচও
চীনকে অবশ্যই তথ্য শেয়ার করতে হবে : ডব্লিউএইচও

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন প্রকোপ নিয়ে চীনকে অবশ্যই তথ্য শেয়ার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন মন্তব্য করেছে । আজ শনিবার বিবসির এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।করোনার প্রকোপ নিয়ে অনেক দেশই তাদের কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে। কিন্তু সম্প্রতি কিছু দেশে নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে চীনে। এ নিয়ে অনেক দেশই চীন থেকে আগত যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

ডব্লিউএইচও-এর কর্মকর্তারা বলেছেন, তারা হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি এবং মৃত্যুর বিষয়ে আরও তথ্য দেখতে চায়। সংস্থাটি টিকা দেওয়ার পরিসংখ্যানও চেয়েছে।যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত জাপান এবং তাইওয়ান চীন থেকে আগন যাত্রীদের জন্য করোনা পরীক্ষার নীতি আরোপ করেছে। কেননা দেশগুলো চীনের নতুন করোনার ধরন নিয়ে শঙ্কায় আছে।

চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর জারি করা এক বিবৃতিতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, ডব্লিউএইচও আবারও মহামারী সংক্রান্ত পরিস্থিতির ওপর সুনির্দিষ্ট এবং রিয়েল-টাইম ডেটা নিয়মিত শেয়ার করার কথা বলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ