কুমিল্লায় ছুরিকাঘাতে মো. ইয়াছিন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে এ ঘটনায় পুলিশ তিনকে আটক করলেও তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।নিহত ইয়াছিন জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে মাহফিলকে ঘিরে কয়েকটি দোকান-পাট বসে। শুক্রবার রাতে ওই এলাকায় ইয়াসিনের শরীরের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা বুট পড়ে যায়। এ নিয়ে ইয়াছিনের সঙ্গে ওই যুবকের তর্কাতর্কি হয়। এ সময় আরও কয়েকজন যুবক ইয়াছিনকে ঘিরে ধরে। এক পর্যায়ে ওই যুবকরা উত্তেজিত হয়ে ইয়াছিনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর দক্ষিণ উপজেলার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কার ছুরিকাঘাতে ওই যুবক মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।