বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন

করাচি টেস্টের চতুর্থ দিন শেষে বিপাকে পাকিস্তান

প্রতিনিধির / ৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
করাচি টেস্টের চতুর্থ দিন শেষে বিপাকে পাকিস্তান
করাচি টেস্টের চতুর্থ দিন শেষে বিপাকে পাকিস্তান

করাচি টেস্টের চতুর্থ দিন শেষে বিপাকে পাকিস্তান। জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বিকেলে মাত্র ৩ ওভারের মধ্যে ওপেনার আব্দুল্লাহ শফিক ও নাইটওয়াটচম্যান মির হামজার উইকেট হারিয়েছে দলটি। এরআগে ৫ উইকেটে ২৭৭ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউই’রা।

করাচিতে আগের দিনের ৪০৭ রানের সঙ্গে ১ রান যোগ করেই নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত থাকেন সউদ শাকিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ব্ল্যাক ক্যাপরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ডেভন কনওয়ে।তবে টম লাথাম, টম ব্লান্ডেল ও মিচেল ব্রেসওয়েলের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। লাথাম ৬২, ব্লান্ডেল ও ব্রেসওয়েল করেন ৭৪ রান করে।

জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই দুই উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিনে জয়ের জন্য ৩১৯ রান করতে হবে বাবর আজমের দলকে। আর নিউজিল্যান্ডের দরকার ৮ উইকেট। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়। এছাড়াও, ঘরের মাঠে শেষ ৮ ম্যাচে একটি ম্যাচেও জিততে পারেনি বাবর আজমের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ