মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে ভারতের বোলারদের তুলোধুনো করে ২০৬ রান করেছে শ্রীলঙ্কা

প্রতিনিধির / ১০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
টি-টোয়েন্টিতে ভারতের বোলারদের তুলোধুনো করে ২০৬ রান করেছে শ্রীলঙ্কা
টি-টোয়েন্টিতে ভারতের বোলারদের তুলোধুনো করে ২০৬ রান করেছে শ্রীলঙ্কা

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বোলারদের তুলোধুনো করে ২০৬ রান করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য ২০৭ রান করতে হবে টিম ইন্ডিয়াকে।আর্শদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভিদের বিপক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঝড় তোলেন দাসুন শানাকা ও কুশান মেন্ডিস। দুজনই হাফসেঞ্চুরি পূরণ করে নেন, বিপরীতে ১০ এর বেশি ইকনোমতে রান খরচ করেন ভারতের তিন বোলার।

 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শানাকা ঝড়ে শেষ ৫ ওভারে ৭৭ রান তুলে শ্রীলঙ্কা। শেষ তিন ওভারে রান উঠে ১৫ এর বেশি করে। শেষ পর্যন্ত শানাকা অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ২২ বলের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৬টি ছয়ে।র আগে ঝড় তুলেন মেন্ডিস। চাহালের বলে আউট হওয়া লঙ্কান কিপার ৩১ বলে করেন ৫২ রান। চারিথ আসালাঙ্কাও রীতিমতো বড় সংগ্রহের দিকে এগুচ্ছিলেন। তবে ১৯ বলে ৩৭ রান করে তিনি উমরান মালিকের শিকারে পরিণত হন।

বাকিদের মধ্যে পাথুম নিসাঙ্কা ৩৩, চামিকা করুনারত্নে ১১, ধনঞ্জয়া ডি সিলভা ৩ ও ভানুকা রাজাপাকসে ২ রান করেন। ভারতের হয়ে ৪ ওভারে ৫৩ রান ব্যয় করেন মাভি। মাত্র ২ ওভারে আর্শদীপ দেন ৩৭ রান। এ ছাড়া উমরান ৪৮ ও চাহাল ৩০ রান খরচ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ