কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গুঁড়িবোঝাই ট্রাক রাস্তা থেকে ঘরের উপর পড়ে যায়। এ সময় ঘরের ভিতর বিছানায় ঘুমিয়ে থাকা ৭ বছরের শিশু ইছা মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিমুল গাছের গুঁড়ি নিয়ে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
যাত্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইছা মিয়ার পিতার নাম সফিকুল ইসলাম। সে যাত্রাপুর ইউনিয়ন পরিষদপাড়ার বাসিন্দা।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ বাঁধ রাস্তা দিয়ে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা লাগোয়া একটি ঘরের উপর পড়ে যায়। এ সময় গাছের গুঁড়ির চাপায় ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইছা মিয়ার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।নিহত ইছা মিয়ার পিতার নাম সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। কারণ প্রতিবেশীদের নিয়ে পাশেই ছিল পিকনিক। সবাই ওখানে ছিল। তা না হলে বাড়িতে হতাহতের সংখ্যা আরও বেশি হতো। ইছা মিয়া ঘুমিয়ে পড়লে ওকে ঘুমিয়ে দিয়ে যায় ওর মা। এই ঘুম আর ভাঙল না আমার ছেলের।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির মরদেহ গাছের গুঁড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।