বিপিএলের নবম আসরের ধারাভাষ্যকার হিসেবে রোববার বাংলাদেশে এসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ফাস্ট বোলারের ঢাকায় এসে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় অ্যামব্রোসের বাংলাদেশের আসার খবর জানিয়েছে বিসিবি।
ভিডিওবার্তায় অ্যামব্রোস মজার ছলেই বলেন, ‘ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর আশা করবেন না যেন।’বিসিবির প্রকাশিত সেই ভিডিওবার্তায় কিংবদন্তি এই পেসার বলেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি।’বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলতে গিয়ে অ্যামব্রোস বলেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা (বাংলাদেশ) ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে বাংলাদেশে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি আমি।’