জনপ্রিয় ভিডিও স্টিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হচ্ছে একের পর এক ফিচার। ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত সব আয়োজন প্ল্যাটফর্মটি। এবার মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবেন ব্যবহারকারী।সম্প্রতি মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করে আয় করার সুযোগ করে দিয়েছে এই ভিডিও প্ল্যাটফর্মটি। মূলত টিকটককে টেক্কা দিতে কয়েক বছর আগে ইউটিউব শর্টস নিয়ে আসে গুগল। তবে শর্টস থেকে এতদিন কনটেন্ট ক্রিয়েটররা আয় করতে পারতেন না। যদিও এবার ১৫ সেকেন্ডের এই ভিডিও থেকে আয় করার সুযোগ মিলবে বলে জানিয়েছে ইউটিউব।
শোনা যাচ্ছে, আগামী মাসের শুরু থেকেই অর্থাৎ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইউটিউব শর্টস মনিটাইজেশনের প্রক্রিয়া। তবে শর্টস ভিডিও থেকে রোজগার করতে মানতে হবে ইউটিউবের শর্তাবলী। এজন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়া বাধ্যতামূলক। শর্তাবলী না মানলে ইউটিউব শর্টস থেকে আয় করা যাবে না।ইউটিউবের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে এরই মধ্যে শর্টস থেকে আয় করা যাচ্ছে। আর দশটা ইউটিউব ভিডিও থেকে যেমন আয় করা যায় তেমনি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করেও একই সুবিধা মিলবে। মূলত ৩টি বিষয়ের উপরে নির্ভর করে ইউটিউব শর্টস থেকে আয় করা যায়।প্রথমত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শর্টস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে। আপনার পরিচিতি বাড়তে থাকলে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রচারমূলক পোস্ট থেকে রোজগার করতে পারবেন।