বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

জাপানি নাগরিকদের জন্য চীনের ভিসা স্থগিত করার তীব্র প্রতিবাদ জাপানের

প্রতিনিধির / ৬৩ বার
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
জাপানি নাগরিকদের জন্য চীনের ভিসা স্থগিত করার তীব্র প্রতিবাদ জাপানের
জাপানি নাগরিকদের জন্য চীনের ভিসা স্থগিত করার তীব্র প্রতিবাদ জাপানের

বুধবার (১১ জানুয়ারি) টোকিও জাপানি নাগরিকদের জন্য চীনের ভিসা স্থগিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে জাপান চীনকে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানায়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এদিকে চীন মঙ্গলবার (১০ জানুয়ারি) জানিয়েছে, টোকিও ও সিউলের পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করবে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ দুঃখজনক। জাপানের পদক্ষেপ হলো মূল ভূখণ্ড চীন ও ম্যাকাও থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে ও অবতরণের আগে কোভিড-১৯ এর জন্য পরীক্ষা করা দরকার। তবে চীনের পর্যটকদের প্রবেশে বাধা নেই।তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক মাধ্যমে চীনের কাছে এই সিদ্ধান্তের প্রতিবাদ ও বাতিলের আবেদন জানাচ্ছি।’

উল্লেখ্য, চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। করোনার বিরুদ্ধে ‘জিরো পলিসি’ ঘোষণা করেছিল দেশটির সরকার। কিন্তু দেশটির জনগণের প্রতিবাদের মুখে চীনের কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করে। এরপর থেকে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ