রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে

প্রতিনিধির / ৯০ বার
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে
নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ৪৫০ কোটি ডলার ঋণচুক্তি সামনে রেখে আইএমএফের পরামর্শ বাস্তবায়নে দেশের মূল্যস্ফিতি, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা, ব্যাংকখাতে তারল্যসংকটসহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো আইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার সকালে আইএমএফের উপ-ব্যবস্থপনা পরিচাল-ডিএমডির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বসে। এ সময় গর্ভনরের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকতারা।সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের নেয়া উদ্যােগগুলোর প্রশংসা করেছে এ সংস্থা। বৈঠকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আইএমএফ।
চলতি মাসের ৩১ তারিখে আইএমএফ এর বোর্ডসভায় ঋণ চূড়ান্ত হবে বলে প্রত্যাশা বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের।

চলতি মাসের ৩১ তারিখ আইএমএফ বোর্ড সভায় এ সিদ্ধান্ত আসতে পারে। ফেব্রুয়ারিতে মিলতে পারে ৪৫০ কোটি ডলারের মধ্যে ৪৫ কোটির প্রথম কিস্তি। ২০২৫ সাল পর্যন্ত মোট ৭ কিস্তুিতে মিলবে পুরো ঋণের অর্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ