বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে অধিনায়ক হয়েই নামবেন রোনালদো

প্রতিনিধির / ৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে অধিনায়ক হয়েই নামবেন রোনালদো
মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে অধিনায়ক হয়েই নামবেন রোনালদো

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল নাসরেতে যোগও দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী এই তারকা। এসবই পুরোনো খবর।

মরুর দেশে পাড়ি জমিয়ে এখনও মাঠে নামা হয়নি সিআর সেভেনের। সঙ্গে আরও জানা হয়ে গেছে, সৌদিতে রোনালদোর প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে। সৌদি আরবের বড় দুই ক্লাব আল নাসর ও আল হিলালের সম্মিলিত একটি দল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পিএসজির। এবার জানা গেলো সেই ম্যাচে আল নাসর ও আল হিলালের সম্মিলিত দল রিয়াল এসটি একাদশকে নেতৃত্ব দেবেন সিআরসেভেন।আগামী ১৯ জানুয়ারী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মেসিদের মুখোমুখি হবে রোনালদো। সৌদিতে যাওয়ার পর নিজের ক্লাব আল নাসরের হয়ে অভিশেক হওয়ার আগেই এই ম্যাচে মাঠে নামছেন রোনালদো।

সৌদি আরবের রয়েল কোর্টের অ্যাডভাইজার তুর্কি বিন আবদুল মুহসেন বিন আবদুল লতিফ আল সেখ নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় রোনালদোর হাতে তিনি অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ