শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির / ৮৮ বার
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও অপর একজন মারাত্মক আহত হয়েছে।আহত মটরসাইকেল চালককে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। হতাহতের বিষয়টি গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ নিহত হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে, একই মহাসড়কের আরামবাগ নামক স্থানে সকাল ১১টার দিকে মটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় মটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ