সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব

প্রতিনিধির / ৮৩ বার
আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব
আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব

পরিকল্পনা কমিশন থেকে সিদ্ধান্ত পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর হোসেন।

তিনি বলেন, এ মুহুর্তে প্রকল্পটি তারা প্রক্রিয়াজাতকরণ করছে না।এরমধ্য দিয়ে সর্বোচ্চ দেড়শ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না। সেক্ষেত্রে ইসির কাছে যা আছে, তা দিয়ে ৭০-৮০ আসনে ইভিএমে প্রস্তুতি চলবে।ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনান্তে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিকল্পনা কমিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছে। রবিবার শেষ বিকালে ইসিকে তা জানানো হয়। সোমবার সকালে নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমকে জানানোর জন্য বলেছে।ইসির সচিব বলেন, এটা এ মুহুর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে।২০১৮ সালের ইভিএম দিয়ে যা সম্ভব তা ইভিএমে করবে বলে কমিশনের সিদ্ধান্ত রয়েছে, তা বহাল রয়েছে। সেক্ষেত্রে ৫০-৬০ আসনে ইভিএমে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ