দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সাফ চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হবে ২০ জুন থেকে ৩ জুলাই। খেলা কেথায় হবে, তা নির্ধারণ হয়নি।ভেন্যু নির্ধারণের জন্য দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। কেউ যদি ভেন্যু নিতে চায়, সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায়—তাহলে নিশ্চিত করতে হবে।
শেষ বার সাফ হয়েছিল মালদ্বীপে। তার আগের বার হয়েছিল বাংলাদেশে। এখন এই দুই দেশ আয়োজক হওয়ার লড়াইয়ে পিছিয়ে থাকবে। ভারত এগিয়ে থাকবে। ভারত যদি সাফ আয়োজন করতে না চায়, তাহলে অন্য কোনো দেশের সুযোগ আসবে।