বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

দেশে প্রায় ১৭ লাখ শিশুশ্রমিক রয়েছে : প্রতিমন্ত্রী

প্রতিনিধির / ৮৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
দেশে প্রায় ১৭ লাখ শিশুশ্রমিক রয়েছে : প্রতিমন্ত্রী
দেশে প্রায় ১৭ লাখ শিশুশ্রমিক রয়েছে : প্রতিমন্ত্রী

দেশে প্রায় ১৭ লাখ শিশুশ্রমিক রয়েছে এবং তাদের মধ্যে ১২ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের জরিপ অনুযায়ী দেশে শিশুশ্রমিকের সংখ্যা ১৭ লাখ। ২০০৩ সালের জরিপ অনুসারে, শিশুশ্রমিকের সংখ্যা ছিল ৩৪ লাখ।আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে দেশে কোনো খাদ্য সঙ্কট নেই।

গত অর্থবছরে ৩৮০ দশমিক ৪৮ লাখ টন চাল ও ১০ দশমিক ৮২ লাখ টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। চলতি অর্থবছরেও দেশে খাদ্য সঙ্কটের কোনো আশঙ্কা নেই বলেও দাবি করেন মন্ত্রী।আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে বাংলাদেশে ১৮৩টি পোশাক কারখানাকে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ