শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

৩ বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক

প্রতিনিধির / ৮ বার
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
৩ বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক
৩ বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক

ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির এক মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির (৫০)। সেই সাজা এড়াতে ১০ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন।গত শুক্রবার গভীর রাতে তাকে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কাদির উপজেলার খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ২০১৩ সালে বেশ কয়েকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নান্দাইল থানায় একটি মামলা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। এরপর আর আদালতে হাজির হননি। পরে তার অনুপস্থিতিতে শুনানি শেষে আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর সাজাপ্রাপ্ত আব্দুল কাদিরের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি প্রায়ই স্থান ত্যাগ করতেন। গোপন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার গভীর রাতে কোনাবাড়ীর আমবাগের একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ