শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

রাতে চা খেতে বেরিয়ে নিখোঁজ যুবক, সকালে লাশ উদ্ধার

প্রতিনিধির / ৪৫ বার
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
রাতে চা খেতে বেরিয়ে নিখোঁজ যুবক, সকালে লাশ উদ্ধার
রাতে চা খেতে বেরিয়ে নিখোঁজ যুবক, সকালে লাশ উদ্ধার

নেত্রকোনায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) পৌরসভার বালুয়াখালি খালপার এলাকার বন্ধ রাইস মিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সাফায়েত উল্লাহ (৩৩) একই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাফায়েত উল্লাহ শনিবার (২৮ জানুয়ারি) রাতে খাবার খেয়ে পৌর শহরের রাজুর বাসস্ট্যান্ডে চা খেতে যায়। এরপর আর বাড়ি ফিরেনি। রোববার সকালে স্থানীয়রা নেত্রকোনা খালপার এলাকায় শওকত মিয়ার পরিত্যক্ত রাইস মিলের পাশে লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয় কাউন্সিলর ফেরদৌস কবীর রুমেলকে জানালে তিনি মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।এব্যাপারে জেলা পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ধারণা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ