সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

খেরসন-খারকিভে হামলা রাশিয়ার, নিহত ৪

প্রতিনিধির / ১১২ বার
আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
খেরসন-খারকিভে হামলা রাশিয়ার, নিহত ৪
খেরসন-খারকিভে হামলা রাশিয়ার, নিহত ৪

ইউক্রেনের উত্তরপূর্বে অবস্থিত খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ শহর খেরসনে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে।

রবিবার রাত্রীকালীন এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার হামলায় দুইজন নারী এবং হাসপাতালের একজন নার্স আহত হয়েছে। এখন পর্যন্ত ছয়জন আহত এবং ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।গত বছরের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ফ্রন্ট থেকে সেনা প্রত্যাহার করে। সেই থেকে এই অঞ্চল তুলনামূলকভাবে শান্ত রয়েছে।

খেরসন হলো চারটি শহরের অন্যতম শহর যা রাশিয়া তাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই চার শহরের সব অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ নেই। শহরগুলোর আঞ্চলিক রাজধানীতে প্রায়ই গোলাবর্ষণ হচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। যুদ্ধের ৩৪০ তম দিন পার হয়েছে। যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো স্পষ্ট লক্ষণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories