রংপুরের সামনে ১৪৫ রানের লড়াকু চ্যালেঞ্জ ঢাকার
শেষ চারে যাওয়ার নিভু নিভু আশা বাঁচিয়ে রাখতে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করেছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। উসমান ঘানির ৫৫ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে রংপুরের সামনে ১৪৫ রানের লড়াকু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।