নতুন কোচ ডাইসকে নিয়োগ দিল এভারটন
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করার সপ্তাহ খানেকের মধ্যে নতুন কোচ হিসেবে সাবেক বার্নলি কোচ শন ডাইসকে নিয়োগ দিল এভারটন। ডাইসের সঙ্গে আড়াই বছরের চুক্তি করার কথা সোমবার বিবৃতিতে জানিয়েছে এভারটন। ২০২৫ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।
চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি।
২০ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে এভারটন। টানা ব্যর্থতায় গত মঙ্গলবার ল্যাম্পার্ডকে চাকরিচ্যুত করে তারা।এভারটনকে পথে ফেরানোর চ্যালেঞ্জে কাজ শুরু করতে মুখিয়ে আছেন ২০১২ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বার্নলির কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডাইস।