যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) লেকল্যান্ড পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, আহত ১০ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর জানান, স্থানীয় সময় বিকাল ৩টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি অবস্থানে গোলাগুলির আওয়াজ শুনে পুলিশকে ডাকা হয়েছিল।আহতদের সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। চার বন্দুকধারী রাস্তার দুই পাশে তাদের গাড়ি থেকে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলর আরও জানান, এই হামলা আগে থেকেই লক্ষ্য করে করা হয়েছিল।