নারায়ণগঞ্জে ফতুল্লার ভুইগড়ে আনসারুল হক নামের এক পুলিশ সদস্যের ভাড়া বাসার তালা ভেঙে ১০ ভরি সোনা ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।এ ঘটনায় শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদস্যের ভাগিনা মো. সোরহাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আনসারুল হক কক্সবাজারের কুতুবদিয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। ফতুল্লা মডেল থানার ভুইগড় গিরিধারা এলাকায় আব্দুর রহমানের বাড়ির দ্বিতীয় তলায় তার স্ত্রী মেয়ে থাকেন।২ ফেব্রুয়ারি সকালে আনসারুল হকের স্ত্রী মেয়েকে নিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে রেশন আনতে যান। ওইদিন বেলা ১১টার দিকে বাড়িওয়ালার মেয়ে রিমা আক্তার তার ভাগিনা মো. সোরহাবকে ফোন করে জানায় তার মামার বাসায় চুরি হয়েছে। সোরহাবসহ তার মামি বাসায় এসে দেখতে পান স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি সোনা ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। চুরি যাওয়া সোনা ও টাকা উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।