দল জিতছে কিন্তু দেশি ক্রিকেটারদের সমালোচনা কুমিল্লা কোচ সালাউদ্দিনের কন্ঠে। এর আগেও বেশ কবার সতর্ক ও জরিমানার মুখে পড়লেও জ্বালাময়ী বক্তব্য থেকে সরে আসেননি আলোচিত এই কোচ। এবার বলেছেন ক্রিকেটারদের কমনসেন্সের অভাবের কথা। হাথুরুসিংহেকে কেন ফিরিয়ে আনলোৎ বিসিবি সেটাও অজানা তার কাছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যেদিন প্রশ্ন কমন পড়ে সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। এটা খুবই হতাশাজনক। আপনি যখন ১০-১২ বছর ক্রিকেট খেলছেন আপনার সিম্পল কমনসেন্স থাকা উচিত। তখন আসলে কি করা উচিত?এটাই হয়তো বাংলাদেশ ক্রিকেটের অপ্রিয় বাস্তবতা। বিস্ফোরক কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের টি-টোয়েন্টিতে খুব বেশি খেলোয়াড় যে ডিপেন্ডেবল সেটা আমি মনে করি না।
বিপিএলে দলের প্রয়োজনে দ্রুত রান তোলা, দেড়শ স্ট্রাইক রেটে ব্যাট করা। সাকিব ছাড়া দেশের অন্য ক্রিকেটারদের খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট নিয়ে ধ্যান ধারণা কিংবা চিন্তা-চেতনায় উদাসীনতা খুঁজে পান দেশসেরা কোচ।মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আপনার যদি গ্রামার ছোটবেলা থেকেই খারাপ থাকে তাহলে তো এখন আর পড়তে পারবে না রচনাটা। আমরা আসলে ছোটবেলা থেকেই তাদেরকে সেভাবে গড়ে তুলেছি। আমরা নিজেরাই কুল ডিপেন্ডেন্ট খেলোয়াড় খুজি। কোচ যেটা বলবে সেটা হবে।
গোঁড়ায় গলদ যখন স্পষ্ট তখন বোঝার বাকি নেই কেন বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারে না তরুণ ক্রিকেটাররা।কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ বলেন, যখন আমার কাছে সবকিছুর নিয়ন্ত্রণ আছে তখন আমি কেনো নিয়ন্ত্রণ ছাড়া হব। এ বুদ্ধিটা যদি কারো না হয় তাহলে আসলে ক্রিকেটটা তারা কবে শিখবে এটা উপরওয়ালাই জানে।
কেন পুরনো কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তন? উত্তরটা জানা নেই সালাউদ্দিনের।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যেহেতু আমরা হাথুরুসিংহেকে চেয়েছি তাহলে নিশ্চয়ই তার কাছে যাদুর কাঠি আছে। তা না হলে তো মনে হয় না এভাবে একজন হঠাৎ করে চলে গেছে আমরা আবার তাকে জোর করে নিয়ে এসেছিহেড কোচের সহকারীও খুঁজছে বিসিবি। সালাউদ্দিন নিজে আগ্রহী না হলেও বলছেন, সুযোগ পেতে পারেন দেশিরা।