চুল আঠালো হয়ে যাওয়া কিংবা জট পাকানোর সমস্যা দেখা দিলে বিপত্তি বাধে। মাথা ঠিকঠাক সামলানো যায় না। বিশেষত শীতে তা সহ্য করা যায় না। এমন সময়ে সবাই ঘন ঘন শ্যাম্পু করেন ফলে মাথার ত্বক হয় শুষ্ক। এবং অন্যান্য সমস্যা বাড়ে।
মাথার চুল আঠালো হয়ে গেলে যা যা করতে পারেন:
শ্যাম্পু নির্বাচন
আঠালো চুলের ক্ষেত্রে এমন শ্যাম্পু নির্বাচন করুন যেটিতে সালফেট নেই। এই ধরনের শ্যাম্পু মাথায় ত্বক পরিষ্কার ও তেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
প্রসাধনী ব্যবহারে সতর্কতা
চুল আঠালো হয়ে গেলে সতর্ক হতেই হবে। মাথায় প্রসাধনীর ব্যবহার কমিয়ে আনুন। ব্যতিক্রমধর্মী অনেক প্রসাধনী ব্যবহারে মাথার ত্বকে জমে থেকে চুল চিটচিটে বেশি হয়। এজন্য প্রসাধনীর ব্যবহার এড়িয়ে চলুন।
চুল উঁচু করে বাঁধা
চুল বেধে রাখতে পারলে চুলে ময়লা কম জমে। বাইরে গেলে উঁচু করে চুল বাঁধতে পারেন