গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এবারের আসরে দুরন্ত গতিতে ছুটছে কাতালান ক্লাবটি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে বার্সা জিতে নিয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। লা লিগাতেও চলছে তাদেরই আধিপত্য। রবিবার রাতে সেভিয়াকে হারিয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সেভিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বার্সা প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৫৮তম মিনিটে। বদলি নামা ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত পাস ধরে গোলটি করেন জর্দি আলবা। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ‘গোল্ডেন বয়’ গাভি। গোলটির অ্যাসিস্ট করেন ব্রাজিলীয় তারকা রাফিনহা।
৭৯তম মিনিটে রাফিনহা নিজেই করে বার্সার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে লা লিগায় ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। বার্সার চেয়ে ১৪ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ। লিগে বার্সার পরবর্তী ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে। ১২ ফেব্রুয়ারি রাতে ভিয়ারিয়ালের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।