বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

প্রতিনিধির / ৬৫ বার
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত দুই দেশে পাঁচ হাজারেরও বেশি মৃত্যু নিশ্চিত করা হয়েছে।তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, তুরস্কের মৃতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ৪১৯-এ পৌঁছেছে। এ ছাড়া আরো ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছে এবং প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে।

অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০২।তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি হালনাগাদ পরিসংখ্যানে জানিয়েছে, ২৪ হাজার ৪০০ জনেরও বেশি জরুরি কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছেন। তবে হিমাঙ্কের পরিস্থিতি এই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করতে পারে বলে উদ্বেগ রয়েছে।

এদিকে জাতিসংঘ, ইইউ, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ