বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

মুন্সীগঞ্জে তিতাসের অভিযানে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

প্রতিনিধির / ১২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
মুন্সীগঞ্জে তিতাসের অভিযানে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জে তিতাসের অভিযানে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে নয় কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এ লাইনের মাধ্যমে ভিটিকান্দি, আলীপুরা, পৈক্ষারপাড় গ্রামে ছয় শতাধিক অবৈধ সংযোগ চালু ছিল বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশের দুটি অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। যার একটি ভিটিকান্দি বাসস্ট্যান্ড থেকে আলীপুরা হয়ে পৈক্ষারপাড় পর্যন্ত আট কিলোমিটার লাইন, এর মাধ্যমে পাঁচ শ’ অবৈধ সংযোগ চালু ছিল। আর অন্যটি মহাসড়কের অপর পাশে ভিটিকান্দি গ্রামের এক কিলোমিটার দীর্ঘ লাইন, এর মাধ্যমে এক শতাধিক অবৈধ সংযোগ চালু ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories