ফিলিপাইনের কাগায়ান দে ওরো শহরে একটি সেনা কম্পাউন্ডের ভেতরে এক সেনা গুলি করে চার সেনাকে হত্যা করেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মেজর ফ্রান্সিসকো গ্যারেলোর বরাত দিয়ে এ তথ্য জানায় ব্যাংকক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গুলি করার পর সৈনিক সশস্ত্র অবস্থায় কম্পাউন্ডের ভিতরের আরও কয়েকটি কক্ষে চলে যায়। এই সময় দুই সেনা তাকে ধরে ফেলে এবং মারামারির সময় তাকে হত্যা করে।
মেজর ফ্রান্সিসকো গ্যারেলো বলেন, ‘বেলা ১টার দিকে একজন সেনা অস্ত্র নিয়ে পাগলের মতো দৌড়ে এসে চার সেনাকে গুলি করে হত্যা করে। আমরা জনগণকে আশ্বস্ত করছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’এই সেনা কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি আছে কিনা তা জানতে বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।