সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষক পরিবারের চার সদস্যকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে অজ্ঞান করে দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার গভীর রাতে উপজেলার মাদারজানি গ্রামের কৃষক আব্দুর রশিদের (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে অজ্ঞান চার সদস্যকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তারা হলেন, আব্দুর রশিদ (৬০), আলমগীর হোসেন (৩২), রাশিদা খাতুন (২৮), তাসলিমা বেগম (২৮)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, বর্তমানে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা স্থিতিশীল।জানা গেছে, মাদারজানি গ্রামের কৃষক আব্দুর রশিদের পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে ঘুমিয়ে থাকা বাড়ির সকলকে অজ্ঞান করেন। পরে ঘরের দরজা দিয়ে প্রবেশ করে দেড় লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।