শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে : ডেরেক শোলে

প্রতিনিধির / ৬৪ বার
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে : ডেরেক শোলে
রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে : ডেরেক শোলে

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিতে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে।ডেরেক শোলে বলেন, ‘রোহিঙ্গা সমস্যার মূল উৎস মিয়ানমারে। আমরা এ সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব।’

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন ডেরেক শোলে।সাংবাদিকদের ডেরেক শোলে বলেন, ‘রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে আমাদের অংশীদারত্ব বাড়ছে। আমরা সম্পর্কের পরবর্তী ৫০ বছরের বিষয়ে আশাবাদী।’

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমরা সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে ১০০টি নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। সেখানে তারা (যুক্তরাষ্ট্র) বিনিয়োগ করলে খুশি হব।’রোহিঙ্গা সংকট নিয়ে ডেরেক শোলের সঙ্গ আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রথম দিন থেকে তারা বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে। তারা একমাত্র দেশ, যারা এই সহায়তা অব্যাহত রেখেছে।

এর আগে সকালে ডেরেক শোলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক শোলে। দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে পৌঁছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ