শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

দুই দেশের মধ্যে যুদ্ধ আরও এক বছর স্থায়ী হতে পারে: যুক্তরাজ্য

প্রতিনিধির / ৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
দুই দেশের মধ্যে যুদ্ধ আরও এক বছর স্থায়ী হতে পারে: যুক্তরাজ্য
দুই দেশের মধ্যে যুদ্ধ আরও এক বছর স্থায়ী হতে পারে: যুক্তরাজ্য

আর একদিন পরেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এক বছরে গড়ছে। এতে এখন পর্যন্ত দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, দুই দেশের মধ্যে যুদ্ধ আরও এক বছর স্থায়ী হতে পারে। খবর বিবিসির।

এলবিসি রেডিও স্টেশনে কথা বলার সময় বেন ওয়ালেস বলেন, আমি মনে করি রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের জনগণকেই অবহেলা করছে না, নিজেদের সেনাদেরও অবজ্ঞা করছে। আমরা এই অবস্থায় ১২ মাস ধরে আছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের এই আগ্রাসনের কারণে তাদের ১ লাখ ৮৮ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে।তিনি আরও বলেন, ‘যখন কেউ (পুতিন) নিজের সীমানা অতিক্রম করে এবং মনে করে এটাই ঠিক, তখন তাকে থামানো যায় না।’ওয়ালেস বলেন, ন্যাটোর সরবারহকৃত যুদ্ধ বিমানগুলো কিয়েভে পাঠানো হতে পারে। আমার ধারণা পূর্ব ইউরোপীয় দেশের মিগ-২৯ সরবরাহের ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ