মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাই নিহত

প্রতিনিধির / ১০৮ বার
আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাই নিহত
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাই নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের আরেক ভাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন- আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে দুই ভাইয়ের মৃত্যু হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন নাইম জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি। আজ দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কার করাকে কেন্দ্র তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরো কয়েকজন সানাউল্লাহর পরিবারের ওপর হামলা চালায়। এতে মৃত সানাউল্লাহর তিন ছেলে আসলাম, শফিকুল ও রফিকুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলাম ও শফিকুলের মৃত্যু হয়।এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories