শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

ডলারের দাম ব্যাপক বেড়েছে, ৬ মাসে সর্বোচ্চ

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
ডলারের দাম ব্যাপক বেড়েছে, ৬ মাসে সর্বোচ্চ
ডলারের দাম ব্যাপক বেড়েছে, ৬ মাসে সর্বোচ্চ

চলতি মাসে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক বেড়েছে। মাসিক ভিত্তিতে গত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গত সপ্তাহে শক্তিশালী অর্থনীতির তথ্য প্রকাশ করে ইউএসএ। তাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদহার বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ২০২২ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চে উঠেছে ডলারের দর।ইউবিএসের ফোরেক্স কৌশলবিদ ভাসিলি সেরেব্রিয়াকোভ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড। এতে মার্কিন মুদ্রার মূল্য বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অন্যান্য প্রধান ৬টি মুদ্রার বিপরীতে ডলার সূচক শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এখন সেটা ১০৪ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।সবমিলিয়ে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে গত সেপ্টেম্বরের পর প্রথম কোনো মাসে মুদ্রাটির দাম বাড়ল।

সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। গত সাড়ে ৩ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। তবে বাড়িসহ টেকসই সম্পদের মূল্য হ্রাস পেয়েছে।এদিন জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে গ্রিনব্যাকের দাম বেড়েছে। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ১৩৬ দশমিক ৯১ ইয়েনে। গত ২ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মূল্য সামান্য কমেছে। ইউরোপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৬১৪ ডলারে।তবে ডলারের বিরুদ্ধে ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের শক্তি শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি স্টার্লিং বিক্রি হয়েছে ১ দশমিক ২১১২ ডলারে। কিন্তু সুইডেনের মুদ্রার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যার হার শূন্য দশমিক ৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ