মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কিছুটা কমেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দেখা গেছে, ডলারপ্রতি মান দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬০ রুপি অর্থাৎ এখন এক ডলারের বিনিময়ে পাওয়া যচ্ছে ৮২ দশমিক ৬০ রুপি। এদিন রুপির পতন হয় ১১ পয়সা। বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় এমন চিত্র দেখা গেছে। খবর এনডিটিভির।
ফরেক্স ব্যবসায়ীদের মতে, টেকসই বিদেশি তহবিলের বহিঃপ্রবাহ বিনিয়োগকারীদের মনোভাবকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।প্রতিবেদনে বলা হয়, আন্তঃব্যাংক বাণিজ্যে ৮২ দশমিক ৫৭ রুপি দিয়ে শুরু হয়। এরপর অভ্যন্তরীণ মুদ্রাটি ডলারের বিপরীতে কমে দাঁড়ায় ৮২ দশমিক ৬০ রুপিতে।
এর আগের দিন বুধবার ডলারের বিপরীতে রুপির মান ৮২ দশমিক ৪৯ রুপিতে স্থির হয়েছিল।অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।
সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়াসম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।