শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

প্রতিনিধির / ৬৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা
পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে জেলার মুসল্লিরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা যোগ দিয়েছেন।বৃহস্পতিবার (২ মার্চ) ফজরের নামাজের পরে আম বয়ানের মাধ্যমে দেবীগঞ্জের এনএন স্কুল মাঠে শুরু হয়েছে জেলা-ভিত্তিক আঞ্চলিক এ ইজতেমা।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমা প্রস্তুতির কাজ সম্পন্ন করতে স্বেচ্ছাশ্রম দিয়েছেন শতাধিক তাবলীগ জামাতের সদস্য ও স্থানীয়রা। ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা তাবলিগের মুরব্বিরা গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।জেলা ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রফেসর মুক্তার আলী জানান, ‘বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে জেলা ইজতেমা। জেলা ও জেলার বাইরে থেকে মুসল্লিরা ইজতেমায় এসেছেন। ইজতেমার মুসল্লিদের জন্য এনএন স্কুল মাঠে ৫০ হাজার মানুষের ধারণক্ষমতা রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখানে ৫০ হাজার মানুষ বসে ও ১৫-১৬ হাজার মানুষ শুয়ে থাকতে পারবেন। মুসল্লিদের সুপেয় পানির জন্য ২৫টি টিউবওয়েল, ছয়টি অযুখানা ও ২৫০টি অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।’দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, ‘জেলা ইজতেমা হিসেবে দেবীগঞ্জে এবারই প্রথম। পৌরসভার পক্ষ থেকে ইজতেমা সফল করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন হবে।’

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন জানিয়েছেন, ‘ইজতেমা ঘিরে সকল স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ