ভুটান বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহার করতে পারবে। সেই সাথে ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করতে পারবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদসচিব বলেন, ভুটান স্থলবেষ্টিত, পানিপথে বাণিজ্য করার সুযোগ নেই। তাই তাদের বাংলার বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হলো। শুল্ক নির্ধারণের বিষয়টি এনবিআর ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদসচিব। মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট এবং প্রটোকল চুক্তির আওতায় ভুটানকে এই সুবিধা দেওয়া হচ্ছে।