বাংলাদেশের তারকাদের দুবাই যাত্রা নিয়ে আলোচনার রেশ কাটেনি। এরই মাধ্যে শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে হিরো আলম তার নতুন গানের শুটিং সম্পন্নের কথা জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হিরো আলমের কণ্ঠে আব্বুল কাদের হাওলাদারের কথা এবং সুরে ‘এলো মুক্তির পয়গাম নিয়ে মাহে রমজান’ শিরোনামে একটি ইসলামিক গানের শুটিং করেন তিনি।পোস্টের ভিডিওতে দেখা যায় সাদা আরবীয় পোশাকে দুবাইয়ের মরুভূমিতে উটের পিঠে চড়ে গানের শুটিং করছেন হিরো আলম।
গানটি রোজা শুরুর দুই একদিন আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আলম।