শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে নিহত যুবক

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে নিহত যুবক
রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে নিহত যুবক

রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।মঙ্গলবার ভোর ৫টার দিকে মুগদা স্টেডিয়ামসংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ট্রাকের চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে।মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো: মুবায়দুল ইসলাম জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহযোগী। এমন সময় বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর কিছুটা আহত হন ট্রাকটির এক শ্রমিক। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাম উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের প্রেশার অনেক বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ