শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপের জন্য নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে: সিইসি

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপের জন্য নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে: সিইসি
বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপের জন্য নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপের জন্য আমন্ত্রণ জানায়নি। অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে। এই আমন্ত্রণ সরকারের সঙ্গে আলোচনা করেও হয়নি। এটা কোনো কুটকৌশল নয়। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই। বরং এটা ইসির কূটকৌশল হতে পারে।তিনি আরো বলেন, সরকার ইসির ওপর চাপ দিলে যে দেবে যাবে, বিষয়টি তেমন না। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না।

সিইসি বলেন, বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। সেজন্যই ডেকেছি, অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনাররা বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ