রংপুরে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন এক যুবতী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।সোমবার রাত পৌনে ৮টার দিকে রংপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
যুবতীয় পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স ২৮-৩০ হতে পারে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে, দুপুরে দিনাজপুর থেকে লোকাল ট্রেনে রংপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান ওই নারী। স্টেশনের প্ল্যাটফর্মের বসে ছিলেন তিনি। রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় যাত্রীরা যখন ট্রেনে উঠতে ব্যস্ত, ওই সময় তিনি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করেন। অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জানানো হলে, তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় তারা।
রেলওয়ে পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ওই যুবতী নতুন ব্লেড দিয়ে নিজের গলায় উপর্যপুরি আঘাত করে করেন। তার হাতে শাখা ও মাথায় সিঁদুর রয়েছে।