শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

টমেটো দ্রুত পচে যায়? যেভাবে সংরক্ষণ করবেন

প্রতিনিধির / ৫১২ বার
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
টমেটো দ্রুত পচে যায়? যেভাবে সংরক্ষণ করবেন
টমেটো দ্রুত পচে যায়? যেভাবে সংরক্ষণ করবেন

টমেটো যেমন স্বাদে সেরা, তেমনই পুষ্টিগুণে ভরা। ভিটামিন সি’তে ভরা এই সবজি সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়।বিশেষ করে এটি সঠিক উপায়ে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হতে পারে। চলুন কবে জেনে নেওয়া যাক টমেটো দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কীভাবে সংরক্ষণ করবেন-

১. আস্ত টমেটো সংরক্ষণে এর উপরের খোসা তুলে ফেলুন। এজন্য ১০ মিনিট টমেটো পানিতে সেদ্ধ করে নিন। তারপর এর চামড়া তুলে ফেলে তা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে জিপলক ব্যাগে রেখে দিনে ফ্রিজে।

২. টমেটো ব্লেন্ড করে পিউরি তৈরির মাধ্যমেও ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। স্যুপ, স্টু, সস ও আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন এই পিউরি।

৩. টমেটো রোদে শুকিয়েও অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এজন্য টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করুন ও পাতলা টুকরো করে কেটে পিঙ্ক সল্ট দিয়ে কমপক্ষে ১-২ সপ্তাহের জন্য কড়া রোদে শুকাতে দিন।

এই সহজ টিপসগুলো অনুসরণ করে, আপনি টমেটো দীর্ঘদিন রান্নায় ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ