সোমবার, ২৯ মে ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতার অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের চার খলিফা খ্যাত নেতাদের অন্যতম ও জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ও গৌরবময় ভূমিকা রেখেছেন। ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনসহ আমাদের স্বাধীনতাসংগ্রামের আন্দোলনগুলোতে তাঁর সক্রিয় ভূমিকা ও অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ড. মোমেন শোকবার্তায় মরহুম নূরে আলম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।র আগে আজ বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে কবরস্থ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ