শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে নিহত ১০

প্রতিনিধির / ১০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে নিহত ১০
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে নিহত ১০

ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া ২৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে। কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।ফিলিপাইনের সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড বেশ দুর্বল। পুরনো অনেক জাহাজ এখনও ব্যবহৃত হচ্ছে এবং সেগুলোতে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করা হয়। গত বছরের মে মাসেও দেশটির একটি ফেরিতে আগুন লেগে অন্তত সাত জনের মৃত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ