সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

ম্যাচ হেরে মাঠেই মেজাজ হারালেন ধোনি!

প্রতিনিধির / ৯৩ বার
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
ম্যাচ হেরে মাঠেই মেজাজ হারালেন ধোনি!
ম্যাচ হেরে মাঠেই মেজাজ হারালেন ধোনি!

আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হারের পরে মাঠেই সতীর্থদের ধমক দেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক দলের ভুল ধরিয়ে দেন। কোথায় কোথায় উন্নতি প্রয়োজন সে কথাও শোনা গেল ধোনির মুখে।

ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ধোনি টেনে আনলেন ব্যাটারদের প্রসঙ্গ। প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিল চেন্নাই। ভালো খেলছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ফলে রান কম হয়েছে বলে মত ধোনির। তিনি বলেছেন, ‘‘আমরা জানতাম পরের দিকে শিশির পড়বে। তাই ব্যাটারদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হত। রুতুরাজ খুব ভাল খেলেছে। কিন্তু বাকিরা ওকে সাহায্য করতে পারেনি। আমরা ১৫-২০ রান কম করেছি। সেখানেই হারতে হল।’’শুধু ব্যাটারদের উপর নয় দলের বোলারদেরও দায়ী করেছেন ধোনি। বিশেষ করে অতিরিক্ত রান দেওয়ায় খুশি নন তিনি। ধোনি বলেছেন, ‘‘হাঙ্গারগেকরের গতি রয়েছে। কিন্তু ও এখনও তরুণ। বোলারদের বুঝতে হবে যে অতিরিক্ত রান দিলে দলের ক্ষতি। ওয়াইড-নো বোলারদের নিজেদের হাতে থাকে। সেটা যত কম হবে তত ভালো।’’

আগের বার আইপিএলের শেষ ৩ ম্যাচে হেরেছিল চেন্নাই। এবারও প্রথম ম্যাচে হারল তারা। অর্থাৎ, টানা চারটি ম্যাচে হারতে হল ধোনিদের। আইপিএলে গুজরাট টাইটান্সকে একবারও হারাতে পারেনি চেন্নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ