সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

ক্যাডারের ২৫১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে পিএসসি

প্রতিনিধির / ৮২ বার
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
ক্যাডারের ২৫১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে পিএসসি
ক্যাডারের ২৫১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে পিএসসি

বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ২৫১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনে ত্রুটি বিচ্যুতি থাকার কারণ জানিয়ে বাতিল করা প্রার্থিতার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার পিএসসির ২০২৩ এ ত্রুটিপূর্ণ আবদেনর কারণে শর্ত সাপেক্ষে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা সংক্রান্ত’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন দাখিলের পর হার্ডকপি পিএসসিতে না পাঠানো, হার্ডকপিতে স্থায়ীকরণ আদেশ না থাকা, আদেশ অসম্পূর্ণ থাকা, ক্যাডার আইডি গরমিল ও প্রার্থীর চাকরির বয়স ১৪ বছরের বেশি হওয়ায় গত সোমবার প্রি-অ্যাপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত এবং পিএসসির বিধিমালা অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

প্রার্থিতা বাতিলের তালিকায় দেখা যায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৫১ জন, সাধারণ শিক্ষায় ৬৭, প্রশাসনে ৫, কর ২, পুলিশ ৩, তথ্য সাধারণ ৪, পরিবার পরিকল্পনা ২, কৃষি সম্প্রসারণ ২, গণপূর্ত ৪, পরিসংখ্যান ১ ও কারিগরি শিক্ষা কর্মকর্তা ১০ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ