রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ছাড়াও আরও দুজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, এখন পর্যন্ত আমাদের একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, আগুন নেভাতে গিয়ে সঞ্জয় ছাড়াও ফায়ার সার্ভিসের আরও দুইজন কর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।