বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

১১ রানে ভাঙলো আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি

প্রতিনিধির / ৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
১১ রানে ভাঙলো আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি
১১ রানে ভাঙলো আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলাম আর খালেদ আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু দেন শরীফুল। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মারে কামিন্স (৫)। ১১ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি।

মাস তিনেক পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্ট টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে আয়ারল্যান্ডের জার্সিতে অভিষেক হচ্ছে ৭ ক্রিকেটারের। তারা হলেন- মারি কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট এবং পিটার মুর। এদের মাঝে পিটার মুর এর আগে জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলেছিলেন। আজ শুধু তার টেস্ট অভিষেকই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হলো।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ : মারে কমিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট,মার্ক অ্যাডায়ার, পিটার মুর, অ্যান্ডি ম্যাকব্রেইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ