সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে ঘুমে থাকা নানি ও নাতনিকে কুপিয়ে জখম

প্রতিনিধির / ১২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
পটুয়াখালীর বাউফলে ঘুমে থাকা নানি ও নাতনিকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে ঘুমে থাকা নানি ও নাতনিকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ঘরে ঢুকে ঘুমে থাকা নানি ও নাতনিকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। সিঁধ কেটে ঘরে ঢুকে নানি রওশন আরা (৬০) ও নাতনি হাবিবাকে (১৩) দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে তারা।

উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে গত সোমবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে জড়িতে সন্দেহে সিয়াম হোসেন (১৭) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘরে নানি ও নাতি বসবাস করতেন। হামলার সময় তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাউফল থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories