বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

সাকিবের আউটে বোলারের কৃতিত্ব দেখছেন সিডন্স

প্রতিনিধির / ৭৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
সাকিবের আউটে বোলারের কৃতিত্ব দেখছেন সিডন্স
সাকিবের আউটে বোলারের কৃতিত্ব দেখছেন সিডন্স

আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে যখন দলের খাতায় মাত্র ৪০ রান যোগ হতেই বাংলাদেশ হারিয়ে বসে দলের প্রথম সারির তিন ব্যাটারকে, তখন টাইগারদের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে গড়েন ১৫৯ রানের জুটি। তবে ম্যাকব্রাইনের বুদ্ধিমত্তার কাছে ধরা খেতে হয় সাকিবকে।

৯৪ বলে ৮৭ রান করে ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাকিব। তার এমন আউট নিয়ে ম্যাচের পর কথা বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। আর অমনভাবে সাকিবকে আটকে দেওয়ার ব্যাপারে বোলারকেই বেশি কৃতিত্ব দেন বাংলাদেশের ব্যাটিং কোচ।দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘এটি (আউটের শটটি) তার জন্য হতাশাজনক ছিল। আমার মনে হয়, বোলার নিজের পরিকল্পনা বদলে ফেলেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে অফ স্পিন করে সাকিবকে ওই শট খেলতে প্রলুব্ধ করেছে। আমার চেয়েও তার (সাকিব) হতাশা বেশি হওয়ার কথা।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সাকিব যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছে। পুরো ইনিংসেই সুইপ শট ভালো খেলেছে। কিন্তু ঐ ট্যাকটিক্স প্রয়োগ করার পর সম্ভবত এটা ভুল শট ছিল। ব্যাটিংয়ে একটি ভুল করলেই আপনি আউট। আমার মনে হয় না সেঞ্চুরির দিকে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ৮০-র কিছু বেশি রান ছিল তার, ওয়ানডেতে আরো কাছাকাছি ছিল। আমি নিশ্চিত, সে একটা সেঞ্চুরি পেতে চাইবে, কিন্তু দলের প্রতি তার অবদানে আমরা খুশি।’এ সময় সাকিব-মুশফিকের জুটির প্রশংসায় জেমি বলেন, ‘সাকিব দ্রুত রান করেছে। কিন্তু আকাশে বল মারেনি। সে যখন ব্যাটিং করেছে, আমার মনে হয় সে-ই আজকে আমাদের সেরা ব্যাটার ছিল। খুবই নিয়ম মেনে খেলেছে। আমরা ৩ উইকেট হারিয়ে ফেলেছিলাম, এরপর সে দারুণভাবে তুলে এনেছে। একসঙ্গে বড় জুটি গড়েছে আর খুবই ভালো অবস্থানে নিয়ে এসেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ