উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আজ বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না মার্কাস রাশফোর্ড। শুধু আজই নয়, ইনজুরি তাকে ছিটকে দিয়েছে সামনের কয়েকদিনের জন্যই।
রাশফোর্ডের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকেই। এক বিজ্ঞপ্তিতে ম্যানইউ জানায়, ‘পেশির ইনজুরির কারণে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইউরোপার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে খেলছেন না মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় এই ফরোয়ার্ডকে। শনিবারের ওই ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে রেডরা।’আপাতত ইনজুরির অবস্থা দেখার পর সামনে কিছুদিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাশফোর্ডকে। তবে মৌসুম চলাকালেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।